গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এতে আরো একজন আহত হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামাল মাতুব্বর (৬৫) ও বাদল মাতুব্বর (৪৮)। জামাল মাতুব্বর ঢাকার কলাবাগান থানা বিএনপির সাবেক সভাপতি। তাদের বাড়ি ঢাকার শুত্রাবাদে।
কাশিয়ানী থানার উপ পরিদর্শক (এসআই) ইমারত হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জামাল মাতুব্বর ও বাদল মাতুব্বর মারা যান। এসময় প্রাইভেটকার চালক আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বাস ও প্রাইভেটকারটিকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬/আপডেটেড ১৭১১ ঘণ্টা
এসএইচ