ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে ৪ শিশু হত্যা

হত্যাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
হত্যাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অপহরণের পর হত্যার শিকার হওয়া চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশের সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমান।



স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাহুবলের সুন্দ্রাটিকি এলাকায় চার শিশুর বাড়ির পাশের একটি গর্ত থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাদের অপরহণ করা হয়।

নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমানসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমান বলেন, যে এই চার শিশুর হত্যাকারীদের ধরিয়ে দিতে পারবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।  

এদিকে, নিহত মনিরের বাবা আবদাল মিয়া বাংলানিউজকে জানান, মাস খানেক আগে বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল হাইয়ের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর জের ধরে শুক্রবার তার ছেলেসহ ওই চার শিশুকে বাচ্চু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির সিএনজি চালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যান আব্দুল হাই। টের পেয়ে তিনি ওই দিনই বিষয়টি পুলিশকে জানান। কিন্তু পুলিশ তাদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে বাড়ির পাশের গর্তে চার শিশুর মৃতদেহ পাওয়া গেলো।

এ অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়ে সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমান জানান, চার শিশুকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ/এসআই

**  বাহুবলে নিখোঁজ ৪ শিশুর মৃতদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।