চাঁদপুর: চাঁদপুরে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাইমচর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা হাবীব শেখ (৬২)।
পরে মামলাটি আমলে নিয়ে বিচারক নুশরাত জাহান উর্মি বিষয়টি তদন্তের জন্য চাঁদপুর জেলা তথ্য অফিসার নুরুল হককে নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, মামলার এজহারের আলোকে তদন্তের জন্য আদেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে আগামী ৩ মার্চ।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর