ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এমপি লিটনের জামিনের মেয়াদ ফের বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমপি লিটনের জামিনের মেয়াদ ফের বৃদ্ধি মঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধা: শিশু সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য  মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ পঞ্চম দফায় বৃদ্ধি করেছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা আমলি আদালতের (সুন্দরগঞ্জ) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার এ জামিন আদেশ দেন।



এর আগে, ১৬ জানুয়ারি একই আদালতের বিচারক ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ দফায় অর্ন্তবর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করেছিলেন। এ নিয়ে এমপি লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ পঞ্চম দফায় বৃদ্ধি পেল।

লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু বাংলানিউজকে জানান, এমপি লিটনের স্থায়ী জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে জামিনের সময় বর্ধিত করেছেন।

গাইবান্ধা কোর্ট উপ পরিদর্শক (এসআই) আবদুল মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করলেও জামিন বৃদ্ধির পরবর্তীর আদেশের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে দু’পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন সৌরভ।

সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪দিন চিকিৎসা নিয়ে ২৬ অক্টোবর বাড়ি ফেরে। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওইদিন দুপুর  তাকে গাইবান্ধার  আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ২৪ দিন কারাভোগের পর ৮ নভেম্বর আদালত সংসদ অধিবেশন চলার সময় ২৩ নভেম্বর পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।