ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ২১ পুরিয়া হেরোইনসহ আলমগীর হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
মাদক ব্যবসায়ী আলমগীর উপজেলার মবুয়াখালি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আলমগীর দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছে ২১ পুরিয়া হেরোইন পাওয়া যায়।
এ ঘটনায় আমলগীরের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআই