ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
চাঁদপুর আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় আটক ৩

চাঁদপুর: চাঁদপুর আদালত প্রাঙ্গণে বাদী পক্ষের উপর হামলার ঘটনায় বিবাদী পক্ষের তিনজনকে আটক করেছে কোর্ট পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।



আটক ব্যক্তিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার গোয়াল বাউর এলাকার মুন্সি বাড়ির মুকবুল হেসেনের ছেলে বিল্লাল হোসেন (৩০) ও রাজু হোসেন (২৫) এবং একই বাড়ির টেলু মুন্সি (৫০)।

হামলার শিকার টেলু মুন্সির মেয়ে পারুল বেগম বাংলানিউজকে জানান, সম্পত্তি নিয়ে তার বাবার সঙ্গে মুকবুল হোসেন মুন্সি গংদের বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে দুপুরে তারা আদালতে আসেন। এসময় বিবাদী পক্ষের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে আদালতের আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় পুলিশ তাদের আটক করে।

বাদী টেলু মুন্সির ছেলে আলী হোসেন মুন্সি জানান, বিবাদী পক্ষ মামলা তুলে নিতে তাদের চাপ প্রয়োগ এবং বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।