ঢাকা: রাজধানীতে একটি অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ শেষে কর্মস্থলে ছুটলো গাড়ি। বারিধারার ১৪ নং প্রগতি সরণি।
গাড়ি থামিয়ে কাছে যেতেই বোঝা গেলো ট্রাকটি (ঢাকা মেট্রো ট-৪১৪০) অনেক বেপরোয়া গতিতে ছুটে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেছে। যেখান থেকে নতুন করে আইল্যান্ড শুরু হয়েছে, সেখান থেকে অন্তত ২০-২৫ ফুট ভেতরে উঠে গেছে ট্রাকটি।
আইল্যান্ড ভেঙে এতোদূর চলে আসার কারণে ট্রাকটির নিচের দিকে যন্ত্রপাতির বিভিন্ন অংশ অকেজো হয়ে গেছে। উপড়ে গেছে আইল্যান্ডে সাজানো বেশ কিছু সৌন্দর্যবর্ধক গাছ। একইসঙ্গে উভয় লেনে ভেঙে পড়ে থাকতে দেখা যায় বৈদ্যুতিক খুঁটিটিও। তবে খুঁটির বাতির কোনো চিহ্নই মিললো না আশপাশে।
ঘটনাস্থলে ভাটারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের সঙ্গে আলাপ করলে তিনি বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকের লোকজন লাপাত্তা। তবে, তাদের খোঁজা হচ্ছে।
ওই এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৯৮ নং ওয়ার্ডের রাত্রিকালীন প্রহরী কামাল মিয়া বলেন, আমি বইসা ছিলাম। হঠাৎ দেখি ট্রাকটা অনেক জোরে আইসা আইল্যান্ডে উইঠা গেলো। এ সময় মটমট করে আওয়াজ হইলো। ট্রাকের ভেতরের ড্রাইভার লাফ দিয়া নাইম্মা দৌঁড় দিছে। এরপর আইসা দেখি আইল্যান্ড ভাইঙ্গা রাস্তার লাইটের খুঁটিও উপড়াইয়া নিছে।
তিনি জানান, ট্রাকটি রডবোঝাই ছিল। পরে অন্য একটি ট্রাক এসে ওই রড নিয়ে যায়।
কামাল আরও জানান, দুর্ঘটনাটি আনুমানিক রাত আড়াইটার দিকে ঘটেছে। ট্রাকটি সরিয়ে নিতে পুলিশ তখন তৎপরতা চালাচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনএইচএফ/এইচএ/