ঢাকা: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাল্যবিয়ে বাংলাদেশের জন্য একটি সামাজিক ব্যাধি। এটা প্রতিরোধ করা না গেলে আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) মিলনায়তনে ‘বাংলাদেশে বাল্যবিয়ে প্রতিরোধ’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বিএনআরসি আয়োজিত এ পলিসি ডায়ালগে তিনি আরও বলেন, বাল্যবিয়ে সরকারের একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য গ্রামের জনপ্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সংবাদ মাধ্যম কর্মীদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
গওহর রিজভী বলেন, ছেলে-মেয়েদের বাল্য বয়সে বিয়ে হলে সাধারণভাবেই তাদের শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত হয়। কিন্তু তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারলে, দেশের ও মানুষের কল্যাণে অবদান রাখতে পারবে। তাই বাল্যবিয়ে প্রতিরোধ জরুরি।
বিএমআরসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত।
বক্তব্য রাখেন, ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোইট পিয়েরে ল্যারামি, জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ, ইউএনএফপিয়ের প্রতিনিধি আর্গেনটিনা মাতাভেলপিসিন ও ইডুয়ার্ড বিডারগেজ, শোলাকিয়া মসজিদের ইমাম ফরিদ উদ্দিন মাসুদ, বিএমআরসি’র পরিচালক ডা. মাহমুদ-উজ-জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬/ আপডেট: ২১৫৫ ঘণ্টা
এসএস/আরএম/আরএইচএস