ধুনট (বগুড়া): বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ধুনট উপজেলার শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠান হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবহান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিন, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, বগুড়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআই