ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
না.গঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গলাচিপার ঘোয়ালপাড়া এলাকায় পূজা ঘোষ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

পূজা ঘোষ গলাচিপার ঘোয়ালপাড়া এলাকায় ননী ঘোষের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন লোক পূজা ঘোষ নামে এক তরুণীকে হাসপাতাল নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার নূর মোহল জানান, মৃত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল মালেক জানান, ঘটনাটি আত্মহত্যা কি-না সে বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।