ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নিরাপদ সড়ক, ফুট ওভার ব্রিজ, সড়কের পাশ থেকে অবৈধ স্ট্যান্ড সরিয়ে নেওয়াসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় স্থানীয় জনতা এ মানববন্ধনের আয়োজন করেন।



এতে স্থানীয় জনতার সঙ্গে বরিশাল জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন ও স্কুলের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে বক্তারা মঙ্গবার সন্ধ্যায় বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিক প্রবির চন্দ্র হালদারের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ঘাতক ট্রাক চালক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় তারা নিরপদ সড়কের দাবিতে চৌমাথা এলাকায় গোল চত্বর নির্মাণ
, ফুট ওভার ব্রিজ নির্মাণ, সড়কের পাশে থানা অবৈধ টেম্পু ও অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নেওয়ার দাবি জানান।

এদিকে বরিশাল জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য প্রবির চন্দ্র হালদারের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সংগঠনের নেতারা।


এ ঘটনায় বুধবার
বরিশালে মোটরসাইকেল ওয়ার্কশপ ও শ্রমিকরা তাদের কাজ বন্ধ রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৬
৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।