ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে বন্ধে চুয়াডাঙ্গায় কাজীদের বিভাগীয় সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বাল্যবিয়ে বন্ধে চুয়াডাঙ্গায় কাজীদের বিভাগীয় সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: বাল্যবিয়ে বন্ধ করো, অভিশাপ মুক্ত সমাজ গড়- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে বন্ধে কাজীদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা শ্রীমন্ত টাউন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।



এতে সভাপতিত্ব করেন জেলা কাজী সমিতির সভাপতি কাজী রবিউল হক আনছারী।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস।

তিনি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে আমাদের সমাজের একটি ব্যাধিতে পরিণত হয়েছে। শুধু প্রশাসনের পক্ষে এ ব্যাধি রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। আর এজন্য চাই সম্মিলিত প্রচেষ্টা। আর এ প্রচেষ্টায় কাজীরা বড় ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা জঙ্গিবাদ এমন মন্তব্য করে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, জঙ্গিবাদ রোধেও আমাদের কাজীদের ভূমিকা উল্লেখ করার মতো।

তিনি উপস্থিত কাজীদের উদ্দেশে বাল্যবিয়ে বন্ধে আজ থেকেই শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

এসময় কাজীদের বক্তব্য থেকেও তাদের কিছু দাবি উপস্থাপন করা হয় ও দাবি বাস্তবায়নের জন্য আমন্ত্রিত অতিথিদের সহযোগিতা কামনা করেন।

সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আন্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা রেজিস্টার আবুল কালাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন উজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।