সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেটকারের ধাক্কায় সেজু মিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সেজু সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিমভাগ উত্তরপাড়ার কনাই মিয়া ও রাহেনা বেগম দম্পতির ছেলে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে শহরতলীর দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের পোশাক তৈরির জন্য ছেলেকে নিয়ে টেইলার্সে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রাহেনা বেগম। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার মা-ছেলেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু সেজু মিয়া।
ঘটনার পর রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন জনতা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনইউ/জেডএস