জাতীয় সংসদ ভবন থেকে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ভেঙে দুইটি মন্ত্রণালয় করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সরকারে নতুন করে কোনো মন্ত্রী নিয়োগ দেওয়ারও পরিকল্পনা নেই বলে জানান তিনি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান।
কাজী ফিরোজ রশিদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীদের ‘যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই মন্ত্রণালয়ে যারা এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তাদের কারও এ ব্যাপারে অভিজ্ঞতা নেই।
‘মন্ত্রীরা পর্যটন এলাকায় যানও না, খোঁজ-খবরও রাখেন না। তাই এই মন্ত্রণালয়কে ভেঙে বিমান এবং পর্যটন দুইটি আলাদা মন্ত্রণালয় করে দুইজন মন্ত্রী নিয়োগ দেওয়া হবে কী-না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা মন্ত্রী হয়েছেন, তারা যে কাজ করছেন না তা নয়। আগে থেকেই কারও অভিজ্ঞতা থাকে না, আপনি এমপি হয়েছেন, আপনার আগে থেকে এমপির অভিজ্ঞতা ছিল না। কাজ করতে করতেই অভিজ্ঞতা হয়। মন্ত্রীরা কাজ করছেন বলেই আমি এতো কিছুর উত্তর দিতে পারছি।
নতুন মন্ত্রণালয়ের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ভেঙে নতুন মন্ত্রণালয় করার কোনো পরিকল্পনা সরকারের নেই। নতুন করে মন্ত্রী নিয়োগ করাও পরিকল্পনা নেই।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসকে/এসএম/এমএ
** জানমালের নিরাপত্তায় সরকার পদক্ষেপ নিয়েছে
** ভারতের সাথে সবচাইতে বেশী বাণিজ্য ঘাটতি
** চলতি বছর থেকে সিআইপি কার্ড পাবেন ৫০ প্রবাসী