বরিশাল: শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী। পাশাপাশি প্রদর্শন করা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগৃহীত মৃৎশিল্প।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে বরিশাল চারুকলা আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে শিল্পী ও প্রকৌশলী মইনুল আবেদিন।
এর আগে সকাল সাড়ে ১০টায় চারুকলা বরিশাল শিল্পালয়ের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ চারুকলার অধ্যক্ষ শামসুল আলম আজাদ।
এসময় ভাস্কর আমিনুল হাসান লিটু, ড. কাজী মোজাম্মেল হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, সাবেক সভাপতি শান্তি দাস ও শুভংকর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে শিল্পাচার্যের ৬৮টি ছবি ও তার সংগৃহীত ৭০টি পুতুল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেড় শতাধিক শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এটি