মধুপুর (টাঙ্গাইল): মধুপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মাসুদ পারভেজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ওই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী মেয়র সরকার মো. শহিদুল ইসলাম (সরকার সহিদ)।
এসময় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস, নব নির্বাচিত মেয়র মাসুদ পারভেজ, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আজিজুল হক লুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআই।