তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকায় বিয়ের যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা আশাশুনি উপজেলার নাহিদুর রহমানের (৪০), একই উপজেলার শান্তি পদ দাস (৩৮) ও শম্ভু দাস (৪০)।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিয়ের গাড়িটি সাতক্ষীরা হতে খুলনা দিকে এবং মোটরসাইকেলটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে এ হতাহতের ঘটনা ঘটে। এতে প্রায় ২২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬/আপডেটেড ১৯৪১ ঘণ্টা
এসএইচ