ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেরত আসা জেলে মোশাররফ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ফেরত আসা জেলে মোশাররফ কারাগারে ছবি: প্রতীকী

নীলফামারী: বাংলাদেশি জেলে মোশাররফ হোসেন (৩৫) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছ থেকে ছাড়া পেলেও তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার মামলায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।



জেলে মোশাররফ হোসেন নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি ইউনিয়নের মৃত আব্দুস সামাদের ছেলে।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, সোমবার রাতে মাছ ধরার সময় ভারতীয় জেলেরা তাকে ধরে নিয়ে বিএসএফর কাছে সোপর্দ করে। পরদিন মঙ্গলবার চরখড়িবাড়ি বিজিবি সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে বিএসএফের  তিস্তাবস্তি ক্যাম্পে আটক জেলেকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিএসএফ।

চরখড়িবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার মহসিন আলী জানান, মোশাররফের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।