ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অনিয়মের দায়ে সিলেটে ২ ফিলিং স্টেশনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
অনিয়মের দায়ে সিলেটে ২ ফিলিং স্টেশনকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: পরিমাণে কম দেওয়ায় সিলেটে দু’টি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।


 
অভিযানকালে দেখা যায়, নগরীর কদমতলী এলাকায় এম উদ্দিন অ্যান্ড কোং ফিলিং স্টেশন লিটার প্রতি ২০ মিলিলিটার তেল কম দিচ্ছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর কদমতলীর নাঈম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি লিটার প্রতি ৩০ থেকে ৪০ মিলিলিটার তেল কম দিচ্ছে। এতে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী। তাকে সহযোগিতা করেন বিএসটিআই’র কর্মকর্তা পারভেজ মিয়া ও আজিজুল হাকিম। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।