সিলেট: পরিমাণে কম দেওয়ায় সিলেটে দু’টি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দেখা যায়, নগরীর কদমতলী এলাকায় এম উদ্দিন অ্যান্ড কোং ফিলিং স্টেশন লিটার প্রতি ২০ মিলিলিটার তেল কম দিচ্ছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর কদমতলীর নাঈম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি লিটার প্রতি ৩০ থেকে ৪০ মিলিলিটার তেল কম দিচ্ছে। এতে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী। তাকে সহযোগিতা করেন বিএসটিআই’র কর্মকর্তা পারভেজ মিয়া ও আজিজুল হাকিম। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনইউ/জেডএস