বগুড়া: বগুড়া সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্যের ভাতিজা ফিরোজ আলম বাবলাকে (২৩) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, হাসপাতালে চিকিৎসাধীন বাবলা।
তিনি বলেন, ব্যবসার কাজে শহরের বড়গোলা বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় উত্তর চেলোপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় রনি ও মিল্লাতের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে কি কারণে তার উপর হামলা করা হয়েছে-সে প্রসঙ্গে কিছু বলতে পারেননি বাবলা।
তিনি বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জানান, এমন কোনো তথ্য তিনি জানেন না।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এটি