ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নির্যাতনের শিকার দুই শিশুকে রামেকে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
নির্যাতনের শিকার দুই শিশুকে রামেকে স্থানান্তর ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ এনে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়।



তবে বেড না থাকায় বর্তমানে তাদের হাসপাতালের ৪নং ওয়ার্ডের বারান্দায় রাখা হয়েছে।
 
রাজশাহীর পবা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসক রেজাউল হক চৌধুরী জানান, ওই দুই শিশুর ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। তাই তাদের স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসা প্রয়োজন।

এজন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।
 
এদিকে, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার আরও তিন আসামি জামিন পেয়েছে। এনিয়ে ১৩ জন আসামির মধ্যে আটজন আদালত থেকে জামিন পেলো।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নির্যাতন মামলার আসামি অনিককে বুধবার রাত ১২টার দিকে পবা উপজেলার দুয়ারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে।

এছাড়া শিশু নির্যাতন মামলার আসামি আব্দুর রাজ্জাক ও পলাশ বৃহস্পতিবার সকালে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালতে (শিশু) আত্মসমর্পন করে জামিনের আবেদন জানায়। একই আদালতে জামিনের আবেদন করে গ্রেতারকৃত অনিকও। শুনানি শেষে  বিচারক হায়দার আলী খন্দকার তাদের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ১৩ জন আসামির মধ্য ৮জন জামিনে মুক্ত হলেন।

অন্যরা এখনও পলাতক রয়েছে। শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে পবার দুয়ারি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।