ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পর্যন্ত সড়কে ‘বিদ্যুৎ সাশ্রয়ী’ এলইডি লাইনের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পান্থকুঞ্জ পার্কের উত্তর পাশে সুইচ টিপে এর উদ্বোধন করা হয়।
এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডিজিটালাইজড এলইডি লাইট স্থাপন’ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় পরিবেশ বান্ধব লাইট স্থাপন প্রক্রিয়া শুরু হল। ২০১৬ সালের মধ্যেই পুরো সিটি করপোরেশন এলাকা এলইডি লাইটের আওতায় আনা হবে। নগর ভবন থেকে এসব লাইট নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, এলইডি লাইট বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। এসব লাইট আলোর স্বল্পতা দূর করবে, নগরবাসী স্বচ্ছন্দে রাতের বেলায় চলাচল করতে পারবে। এছাড়া বেশি আলোর কারণে রাতে বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ স্পষ্ট ধরা পরবে এবং অপরাধী শনাক্ত করা আইন প্রয়োগকারী সংস্থার জন্য অনেক সহজ হবে।
মেয়র জানান, ইতোমধ্যে আড়াই হাজারের বেশি এলইডি লাইট কেনা হয়েছে। ১২০ দিনের মধ্যে এসব লাইট নগরীর বিভিন্ন সড়কে স্থাপন করা হবে। এতে প্রায় ২১ কোটি টাকা ব্যয় হবে। পুরো সিটি এলাকায় এলইডি লাইট লাগানোর জন্য আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
টিএইচ/আরআই