ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কুলিয়ারচরে যুবককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে মৃণাল কান্তি দাস সানি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।



সানি দাসপাড়া এলাকার রঞ্জিত কুমার দাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে সানি বাড়ি থেকে কালিবাড়ি যাচ্ছিলেন। এ সময় দাসপাড়া এলাকায় দুর্বৃত্তরা সানিকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় সানিকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সানির মা মিহির বালা দাস বাংলানিউজকে বলেন, আমার ছেলেকে সুব্রতসহ তার বাহিনীর লোকজন কুপিয়ে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজ্জানুজামান বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের লোকজনকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।   

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।