ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
শেরপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র

শেরপুর: শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা মিলনায়তনে বিদায়ী মেয়র হুমায়ুন কবীর রুমানের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।



দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত মেয়র লিটন স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পরিচ্ছন্ন শেরপুর টাউন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সেইসঙ্গে তিনি বিদায়ী মেয়র রুমানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখনে- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্যানেল মেয়র নজরুল ইসলাম, পৌরসভার সচিব আনম বজলুল হক বাপ্পি প্রমুখ।

এসময় বিদায়ী ও নবনির্বাচিত পৌর কাউন্সিলররা, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

গত বছরের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।