ঢাকা: দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে নির্বাচন হবে আগামী ৩১ মার্চ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৬৮৪ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।
নির্বাচন কমিশন ছয় দফায় সারাদেশের ইউপিগুলোতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় ৭৩৯টি ইউপির ভোট হবে আগামী ২২ মার্চ। তৃতীয় দফায় ২৩ এপ্রিল ৭১১টি, চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি, পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপির ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফায় যেসব ইউপিতে ভোট হবে, তার তালিকা দেখতে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ইইউডি/এএসআর