ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
রাজধানীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ভাষানটেকে ইজিবাইকের (ব্যাটারিচালিত অটো) ধাক্কায় মারুফ হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভাষানটেক এলাকার দেওয়ান পাড়া দ্বিতীয়তলা মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মারুফ ভাষানটেক এলাকার জসিম উদ্দিনের ছেলে।

জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, তিনি তার পরিবারসহ ভাষানটেক এলাকায় থাকেন। সেখানে স্থানীয় মাদ্রাসায় মারুফ পড়াশুনা করতেন। বৃহস্পতিবার সকালে ভাষানটেক এলাকার এ দুর্ঘটনা ঘটলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে সে মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।