ঢাকা: রাজধানীর ভাষানটেকে ইজিবাইকের (ব্যাটারিচালিত অটো) ধাক্কায় মারুফ হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভাষানটেক এলাকার দেওয়ান পাড়া দ্বিতীয়তলা মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ ভাষানটেক এলাকার জসিম উদ্দিনের ছেলে।
জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, তিনি তার পরিবারসহ ভাষানটেক এলাকায় থাকেন। সেখানে স্থানীয় মাদ্রাসায় মারুফ পড়াশুনা করতেন। বৃহস্পতিবার সকালে ভাষানটেক এলাকার এ দুর্ঘটনা ঘটলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে সে মারা যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস