বগুড়া: বগুড়ার শাজাহানপুরে হিউম্যান হলারের ধাক্কায় বাদশা মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া উপজেলার সাজাপুর আকন্দপাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া এলাকায় একটি ক্লিনিকের সামনে পথচারী বাদশা মিয়াকে সজোরে ধাক্কা দ্রুতগামী একটি হিউম্যান হলার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমবিএইচ/আরএইচএস