বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাপেরঘেরা এলাকায় জীপগাড়ি উল্টে দুই যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও আট যাত্রী।
নিহতরা হলেন- ডুলাহাজারা রংমহল গ্রামের আব্দুল মোনাফ (৩০) ও ডুলাহাজারা বালুরচর গ্রামের মো. ইলিয়াছ (৩৫)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাপেরঘেরা এলাকায় যাত্রীবাহী জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই আবদুল মোনাফ ও ইলিয়াছ নামে দুই যুবক নিহত হন এবং গাড়িতে থাকা আরও ৮ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ওএইচ/