লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আবদুর রহমান সেলিম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলা নির্বাচন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি লক্ষ্মীপুর ঝুমুর এলাকার স্টার ট্রেড সেন্টার নামের একটি টাইলস দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে জেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, তাৎক্ষণিক দুর্ঘটনার বিষয়টি কেউ জানায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ওএইচ/