ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে আবারো বাঘের আগমন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
শ্রীবরদীতে আবারো বাঘের আগমন! ফাইল ফটো

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার বালুরচড় এলাকায় একটি ভুট্টা ক্ষেতে আবারো বাঘের সন্ধান মেলেছে। এবার বাঘের সন্ধান পাওয়ায়  গ্রামবাসী, পুলিশ ও বন বিভাগের লোকজন ওই ভুট্টাক্ষেতটিকে নজরদারিতে রেখেছে।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিষয়টি বাংলানিউজকে জানান শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. পারভেজ রহিম।

পারভেজ বলেন, বৃহস্পতিবার রাতে একটি বাঘ ভুট্টা ক্ষেতে আশ্রয় নিয়েছে বলে আমরা খবর পেয়েছি। তাই বাঘটিকে এলাকাবাসী যাতে পিটিয়ে মেরে না ফেলে সেজন্যে ওই ভুট্টা ক্ষেতটিকে নজরদারিতে রাখতে বলা হয়েছে।

কোনো অবস্থাতেই বাঘটিকে মেরে ফেলা চলবে না বলেও গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

তিনি আরও জানান, বাঘটিকে অচেতন করে ধরার জন্যে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে একটি দল ওই এলাকায় যাচ্ছে। দেখা মাত্র বাঘটিকে অচেতন করে আটক করে বঙ্গবন্ধু সাফারি পার্কে মুক্ত করা  হবে।

এর আগে ১০ ফেব্রুয়ারি চিতা বাঘের থাবায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র গুরুতর আহত হন। পরে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয় জনতা।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।