যশোর: প্রথমবারের মতো দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতীক পাবেন। তবে আওয়ামী লীগের কোনো নেতা সতন্ত্রপ্রার্থী হলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান তিনি।
প্রাপ্তরা হলেন, মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের এয়াকুব আলী, কাশিমনগর ইউনিয়নে স্বপন কুমার দাস, হরিদাশকাটি ইউনিয়নে বিপদ ভঞ্জন পাড়ে, কুলটিয়া ইউনিয়নে শেখর চন্দ্র রায়, রোহিতা ইউনিয়নে আবু আনছার সরদার, দুর্বাডাঙ্গা ইউনিয়নে সরদার বাহাদুর, ঢাকুরিয়া ইউনিয়নে দুর্গাপদ সিংহ, চালুয়াহাটি ইউনিয়নে আবুল ইসলাম, মশ্বিমনগর ইউনিয়নে আবুল হোসেন, ঝাঁপা ইউনিয়নে সামছুল হক, নেহালপুর ইউনিয়নে এস এম ফারুক হুসাইন, ভোজগাতি ইউনিয়নে আব্দুর রাজ্জাক, খেদাপাড়া ইউনিয়নে আব্দুল আলীম, হরিহরনগর ইউনিয়নে জহুরুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নে মশিয়ূর রহমান, শ্যামকুড় ইউনিয়নে মনিরুজ্জামান ও খানপুর ইউনিয়নে গাজী মোহাম্মদ আলী।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ওএইচ/