ঢাকা: প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এতে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে ৪০টি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান বাংলানিউজকে জানান, আমরা ধরে নিচ্ছি যেসব দল প্রার্থী মনোনয়নকারীর নাম জমা দিয়েছে তারাই নির্বাচনে অংশ নিচ্ছেন।
ইসি সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে প্রার্থী মনোনয়নের ক্ষমতা দিয়েছে।
ইউপিতে আরও যেসব দল প্রার্থী মনোনয়নকারীর নাম ইসিতে জমা দিয়েছে তা হলো-বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থী মনোনয়নকারীর নাম জমা দিতে হবে।
নির্বাচন কমিশন ছয় দফায় সারাদেশের ইউপিগুলোতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় ৭৩৯টি ইউপির ভোট হবে আগামী ২২ মার্চ। এরপর দ্বিতীয় ধাপের ৩১ মার্চ ৬৮৪টি, তৃতীয় দফায় ২৩ এপ্রিল ৭১১টি, চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি, পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপির ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আওয়ামী লীগ সরকারের অধীনে দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নিয়েছিলো। সে সময় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তবে সর্বশেষ অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপিসহ ২০ টি দল ভোটের প্রতিযোগীতা নেমেছিলো।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ইইউডি/ওএইচ/