ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচনে ভোলা সদর বিএনপির প্রার্থী চুড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ইউপি নির্বাচনে ভোলা সদর বিএনপির প্রার্থী চুড়ান্ত

ভোলা: প্রথমবারের মতো দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোলা সদরের ৯ ইউনিয়নে প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া এ প্রার্থী চুড়ান্ত করেন।



প্রার্থীরা হলেন-ধনিয়া ইউনিয়নে কামরুল হাসান লাভু, বাপ্তা ইউনিয়নে মনিরুল হুদা খোকা, আলীনগর ইউনিয়নে মো. জামাল উদ্দিন, শিবপুর ইউনিয়নে নুর হোসেন, চরসামাইয়া ইউনিয়নে মুছা কালিমুল্লা, উত্তর দিঘলদী ইউনিয়নে মো. রাইসুল আলম, ভেলুমিয়া ইউনিয়নে মো. জলিল খাঁ, ভেদুরিয়া ইউনিয়নে আবু তাহের গাজী ও পশ্চিম ইলিশা ইউনিয়নে হাসান তৌফিক রিহিন।

কেন্দ্রীয় যুবদলের সদস্য আবদুল কাদের সেলিমের উপস্থাপনায় প্রার্থী চুড়ান্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, হেলাল উদ্দিন, যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।