ধামরাই (ঢাকা): ঢাকার অদূরে ধামরাই বাজারে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টাকালে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মাসুদ (৩১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।
এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ডাকাতির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, কাটার ও নানা ধরনের যন্ত্রাংশ উদ্ধার এবং ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।
ডাকাত দলের আটক সদস্যরা হলেন- সবুজ (৬২), শিলা (২৫), রুমানা (২৫), রিয়াজ উদ্দিন (৪৮) ও দশ বছরের শিশু সাকিব।
র্যাব-৪ এর মেজর মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, এরা সবাই গত ৩ মাস আগে ব্যাংকটির ওপরের ফ্লোরে নিজেদের পোশাক কারখানার চাকরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। ওই ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের শাখা অবস্থিত। তারা বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায়। র্যাব-৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত এসে ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়।
র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা চালায়। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুদ নামে এক ডাকাত নিহত হন। এ সময় ২ নারীসহ আটক করা পাঁচ জনকে।
এ ঘটনায় ধামরাই পৌরসভার মেয়রের কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাচিত কাউন্সিলরা উপস্থিত ছিলেন। সভায় ওই ভবনের মালিক ও ভাড়াটিয়াদের আগামী তিন দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬/আপডেট: ০৭৩৫ ঘণ্টা/১১১৪ ঘণ্টা
এনএইচএফ/ওএইচ/আরএইচএস/আরএম