মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ভোর থেকে ঘন কুয়াশার কারণে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় ৫টি ফেরি। এছাড়া পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে ৪টি ও দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি যানবাহন বোঝাই করে অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করা হবে।
বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস/আরএম