বেনাপোল (যশোর): দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষা উৎসবের আয়োজন করতে যাচ্ছে বেনাপোল পৌরসভা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেনাপোল পৌরসভা অডিটোরিয়ামে এ বিষয়ে বিস্তারিত জানাতে ও সাংবাদিকদের পরামর্শ নিতে সংবাদ সম্মেলন করা হবে।
বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন বাংলানিউজকে জানান, বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে এক যুগেরও বেশি সময় ধরে এ ভাষা উৎসব পালিত হয়ে আসছে। হাজার-হাজার ভাষাপ্রেমীদের সমাগম ঘটে এই উৎসবে। এবার আরও ব্যাপক আয়োজনে ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য সাংবাদিকদের পরামর্শ চেয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এই উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ইভেন্ট অর্গানাইজার কাঠ পেন্সিল।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ওএইচ/আরএম