ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩০ কিলোমিটারের দীর্ঘ যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
গাজীপুরে ৩০ কিলোমিটারের দীর্ঘ যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: মহাসড়কের উপর ট্রেইলার (১২ চাকার ট্রাক) বিকল হয়ে পড়ায় গাজীপুরে ৩০ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর থেকে চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।



এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সড়কে একটি ট্রেইলার (১২ চাকার ট্রাক) বিকল হয়ে পড়ে। ফলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আর চন্দ্রা থেকে নবীনগর সড়কের প্রায় ১০ কিলোমিটার ও কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় রেলওয়ে ব্রিজ থেকে মির্জাপুর গোড়াই এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, শুক্রবার ও শনিবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই ফিরছেন গ্রামের বাড়ি। ফলে এসব সড়কে গাড়ির চাপও তুলনামূলক হারে বেশি। এরই মধ্যে এমন যানজট ঘরে ফেরা হাজার হাজার মানুষকে ফেলেছে চরম ভোগান্তিতে।
 
সালানা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, বিকল হয়ে পড়া ট্রেইলারটি রেকার দিয়ে সরানো সম্ভব হয়নি। পরে গাড়ির ম্যাকানিক এনে তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় এ বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।

তবে এখন ধীর গতিতে যানবাহন চলতে শুরু করেছে। প্রাথমিকভাবে নবীনগর-চন্দ্রা সড়কের যানবাহন ছাড়া হচ্ছে। কিছু সময় পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাড়িও চলতে শুরু করবে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান মোহাম্মদ দাউদ।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।