ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
গোপালগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: দুর্বৃত্তদের হামলায় গোপালগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুর মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ গোপালগঞ্জ থেকে দুরপাল্লার সব রুটে কোনো বাস ছেড়ে যায়নি।



এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে তারা ইজিবাইক ও থ্রি-হুইলারে চলাচল করছেন। এছাড়া  যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

সূত্র জানায়, গত বুধবার রাতে জেলা মোটর  শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসায় ফেরার পথে বাসু দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে শ্রমিকরা অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। শুক্রবার সকালে দুরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

গোপালগঞ্জ জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল সরোয়ার বাংলানিউজকে জানান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতির মৃত্যুতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে ১৭ জনের নামে ও অজ্ঞাতপরিচয় আরো ১২ জনকে আসামিকে করে হত্যা মামলা করেছেন। এরইমধ্যে ইমাম শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।