বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে তার মামা ও দাদাকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (এউএনও) আব্দুস ছালামের ভ্রাম্যমাণ আদালত এ সাজার নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মেয়ের মামা বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সোহারাব হোসেন (৩৪) ও মেয়ের দাদা একই গ্রামের মমিনুর রহমান (৫৫)।
তবে সোহারাব হোনের জানিয়েছেন, বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র জুলেখা খাতুন তার ভাগ্নির জন্ম নিবন্ধন সনদ ১৮ বছর বানিয়ে দিতে সহযোগিতা করেছেন।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে খবর পেয়ে ইউএনও পাঠবাড়ি গ্রামে বিয়েবাড়িতে উপস্থিত হন। পরে বাল্যবিয়ে বন্ধ ও আয়োজনের অপরাধে মেয়ের দাদা ও মামাকে সাতদিনের কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে জানান, কনের দাদা ও মামাকে শুক্রবার দুপুরে যশোর কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর