ঢাকা: শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি এখনও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তারামন বিবিকে বক্ষব্যাধি থেকে আরও উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যার কারণে এখনও অক্সিজেন দিয়ে রাখা হয়েছে তাকে। এমনকি হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার পরও বাসায় অক্সিজেন দিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।
তারামন বিবির বর্তমান অবস্থা নিয়ে তার ছেলে আবু তাহের বাংলানিউজতে বলেন, মাকে সিএমএইচ-এ অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। শুধু তরল খাবার খেতে পারছেন। খাবার শেষে ফের অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। ডাক্তার বলে দিয়েছেন, বাসায় গেলেও অক্সিজেন দিয়ে রাখতে হবে। এই পদ্ধতিতে আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে। তবে কতদিন তা পরিষ্কার করে ডাক্তার কিছু বলেননি।
তিনি আরও বলেন, বাসায় যাতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা সামাধান করা যায় সেই লক্ষ্যে নেবুলাইজার কিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মা সবাইকে চিনতে পারছেন এবং তরল জাতীয় খাবার খাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমআইকে/এমআইএস/এএ
** ময়মনসিংহ থেকে বক্ষব্যাধি হাসপাতালে তারামন বিবি
** তারামন বিবির সঙ্গে ছবি তোলায় ব্যস্ত চিকিৎসকরা!
** জীবনযুদ্ধেও জিততে চান তারামন বিবি
** তারামন বিবি হাসপাতালে