ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ২০ মণ জাটকা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
পাথরঘাটায় ২০ মণ জাটকা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের একটি দল।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নদীতে দুটি ট্রলার ধাওয়া করে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড।

এ সময় সরোয়ার হোসেন ও শাহজাহান নামে দুইজনকে আটক করা হয়।

পরে জব্দকৃত জাটকা স্থানীয় দুস্থ, গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এস এ রউফ বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানকালে এ জাটকা জব্দ করা হয়েছে।

এদিকে, আটক শাহজাহান ও সরোয়ারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।