পাথরঘাটা (বরগুনা): বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের একটি দল।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নদীতে দুটি ট্রলার ধাওয়া করে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড।
পরে জব্দকৃত জাটকা স্থানীয় দুস্থ, গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এস এ রউফ বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানকালে এ জাটকা জব্দ করা হয়েছে।
এদিকে, আটক শাহজাহান ও সরোয়ারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর