নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরে খনিজ সম্পদ আহরণে তথ্য সংগ্রহে শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে কূপ খননের কাজ। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) উপ পরিচালক (ড্রিলিংক প্রকৌশল) মহিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় একমাস ধরে তাজপুরে কূপ খনন এলাকায় পরিমাপ, রিক মেশিন স্থাপনের প্যাড ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ এনে খননকাজের প্রস্তুতি শেষ করা হয়েছে। শনিবার বিকেলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করা হবে।
তিনি জানান, তাজপুরে খনিজ সম্পদের স্তর ত্বাত্ত্বিক তথ্য সংগ্রহ ও সম্ভাব্যতা যাচাইয়ে রিক মেশিনের মাধ্যমে প্রায় ৪ হাজার ফুট গভীর একটি কূপ খনন করা হবে।
এ বিষয়ে জিএসবির মহাপরিচালক ড. নেহাল উদ্দিন বাংলানিউজকে জানান, তাজপুরে কয়লাসহ মূল্যবান খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সঠিকভাবে জানতেই কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
খননকাজ শুরুর পর অন্তত ৩ থেকে ৫ মাস ধরে সেখানে জিএসবির গবেষকরা স্তরতাত্ত্বিক নিরীক্ষা চালাবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর