ঢাকা: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
একই সঙ্গে সারা দেশের শহীদ মিনারগুলোতেও যথাযথ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে র্যাব বিশাল এবং বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পোশাকদারী র্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
‘শুধুমাত্র ঢাকা শহর-ই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলো এবং যেখানে স্থায়ী কিংবা টেম্পরারি শহীদ মিনার রয়েছে সর্বত্রই নিরাপত্তা জোরদার করা হবে। মূলত ১৮ ফেব্রুয়ারি থেকেই আমাদের নিরাপত্তা টিম মাঠে থাকবে। ’
র্যাব ডিজি বলেন, জাতীয় শহীদ মিনার এলাকাকে ৫টি সেক্টরে ভাগ করে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা চলাকালে কোনো সন্দেহভাজন অপরাধী অথবা হুমকি সৃষ্টিকারী যাতে অবস্থান না নিতে পারে সেজন্য তল্লাশি চালানো হবে।
‘নিরাপত্তা অংশ হিসেবে র্যাবের চেকপোস্ট বসানোর পাশাপাশি ভেহিক্যাল পেট্রোল, ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল এবং আকাশপথে হেলিকপ্টার মহড়া থাকবে,’ যোগ করেন তিনি।
শহীদ মিনারের আশপাশের এলাকায় উঁচুস্থানে বেশ কয়েকটি অবজারভেশন পোস্ট থাকবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ২৪ঘণ্টা নজরদারির জন্য থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা, যেগুলো স্থাপিত কমান্ড সেন্টার থেকে পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাবের স্পেশাল কমান্ডো ইউনিট স্ট্যান্ড বাই থাকবে বলেও জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, এরইমধ্যে র্যাবের হেলিকপ্টার ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ল্যান্ডিং মহড়া দিয়েছে।
‘আমরা আশা করছি অত্যন্ত নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে মহান একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবেন সবাই। দেশের সব শীর্ষ গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে,’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে র্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, জাতীয় শহীদ মিনার এলাকায় র্যাব ২, ৩ ও ১০ ব্যাটালিয়ন নিযুক্ত থাকবে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬, আপডেট: ১৮৪৪ ঘণ্টা
এনএইচএফ/বিএস/এমএ