ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১৭৬০ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
রাজশাহীতে ১৭৬০ পিস ইয়াবাসহ আটক ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১৭৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন- মেহেরপুর জেলার মুজিবনগর থানার যতারপুর এলাকার মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে কবির (৩৮) ও সাজ্জাদ আলী ওরফে সাজু (২৪)।

১৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইলফোন সেট ও ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‌্যাব-৫ এর মিডিয়া সেলের এএসপি শ্যামল কুমার চৌধুরী জানান, রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন টিম বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া নতুন বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতা মেহেরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।