ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে একটি পোশাক কারখানার সামনে অবস্থান

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
সাভারে একটি পোশাক কারখানার সামনে অবস্থান (ফাইল ফটো)

সাভার (ঢাকা): বকেয়া বেতনের দাবিতে সাভারের একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার কামাল গার্মেন্টসের কর্মীরা অবস্থান নেয়।



শিল্প পুলিশ সূত্র জানায়, জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে কামাল গার্সেন্টসের প্রায় একশো শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ করে অবস্থান নেয়। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কারখানার সামনে অবস্থান চলবে বলে জানিয়েছে শ্রমিকরা।

শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয়টি জানিয়ে কামাল গার্মেন্টসের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, একটু ঝামেলার কারণে শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন এখনো দেওয়া সম্ভব হয়নি। আশা করছি শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।