গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে গাজীপুর জেলা ভিত্তিক তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ফজর নামাজের পরপরই বাংলাদেশের মাওলানা মোহাম্মদ মনির হোসেন আম বয়ানের মধ্যদিয়ে শুরু করেন।
ইজতেমার মুরব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, চলতি বছরের ৮ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার ১ম ধাপ, শেষ হয় ১০ জানুয়ারি। ৪ দিন বিরতির পর ১৫ জানুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ১৮ জানুয়ারি শেষ হয় এবারের বিশ্ব ইজতেমা।
আগামী রোবাবর (২১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিন দিনের তাবলীগ জামাতের গাজীপুর জেলা ভিত্তিক ইজতেমা।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বিএস