ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সার্ক পিপলস লিংক ফোরামের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
রাজশাহীতে সার্ক পিপলস লিংক ফোরামের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সার্ক পিপলস লিংক ফোরাম বিডি রাজশাহী শাখার দুই দিনব্যাপী প্রথম সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহানগরীর সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে  অনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম সাইদুর রহমান খান।

বিশেষ অতিথি রয়েছেন রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত সিটি করপোরেশনের মেয়র নিযাম উল আযীম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল মতিন ও রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি।

সম্মেলনে নেপাল ও ভারত থেকে ৩৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। বর্তমানে তারা মহানগরীতেই অবস্থান করছেন।

এছাড়াও এই সম্মেলনের আয়োজক সার্ক পিপলস লিংক ফোরাম বিডি রাজশাহীর প্রায় ৩০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। বাংলাদেশসহ সার্ক দেশসমূহের সাধারণ মানুষের মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা ও পারস্পরিক মতবিনিময় দিনব্যাপী এই সম্মেলনে স্থান পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।