ঢাকা: বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের ওপর থেকে হয়রানিমূলক নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এর কাছে হয়রানিমূলক নোটিশ প্রত্যাহারের দাবি জানান পরিষদের নেতার।
মানববন্ধনে জয়ন্ত সেন দীপু বলেন, ‘দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫৫টি ভূমিহীন হিন্দু (ক্ষত্রিয়) পরিবারের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা ও হামলার বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ তুলে ধরে কাজল দেবনাথ তার দায়িত্ব পালন করেছেন মাত্র।
এজন্য তাকে অহেতুক হয়রানি করা হলে সংখ্যালঘু জনগণ কোনভাবেই মেনে নেবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ড. নিম চন্দ ভৌমিক, রানা দাশ গুপ্ত, বাসুদেব ধর, মিলনা কান্তি দত্ত, দ্বীপেন চ্যাটার্জী, সুব্রত চৌধুরী, পদ্মাবতী দেবী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএ/বিএস