ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: রেলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন পালন করেছেন জেলা বাসদের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।



বাসদের জেলা সমন্বয়ক কমরেড সামসুল আলম দুলুর সভাপতিত্বে এতে কমরেড আবদুল হাই, ছাত্রনেতা শীতল সাহা, নূরজাহান রেখা, আতিয়া বেগম ডলি, বনানী রায় ববি, সাইফুল ইসলাম শাফি, আনন্দ কুমার প্রমুখ  বক্তব্য দেন।  

বক্তারা বলেন, রেলের যাত্রীসেবার মান না বাড়িয়ে রেলকে বেসরকারিকরণ করতিই ফের ভাড়া বাড়িয়েছে সরকার।

‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে দাম কমছে না। অন্যদিকে সাধারণ মানুষের আয় বাড়ছে না, বরং বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। ’

অবিলম্বে রেলের ভাড়া কমানোর দাবি জানিয়ে তারা বলেন, আমরা রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।

অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারের এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।