ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের ১৯ ইউপিতে বিএনপি প্রার্থী চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
কক্সবাজারের ১৯ ইউপিতে বিএনপি প্রার্থী চূড়ান্ত

কক্সবাজার: আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের ৩টি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

শুক্রবার সকাল ১১টায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



জেলা বিএনপি সূত্র জানায়, তৃণমূলের মতামতের ভিত্তিতে কক্সবাজার জেলা বিএনপি ১৯টি ইউনিয়ন পরিষদে একক প্রার্থী চূড়ান্ত করেছে।   এর মধ্যে মহেশখালীর ৭টি, কুতুবদিয়ার ৬টি ও টেকনাফের ৬টি ইউনিয়ন পরিষদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।   এক্ষেত্রে তৃণমূলের মতামত, ভোটারদের আগ্রহ ও ক্লিন ইমেজকে প্রাধান্য দিয়েছে দলটি।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বাংলানিউজকে জানান, নিরপেক্ষ নির্বাচন হলে প্রতিটি ইউনিয়ন পরিষদে ধানের শীষ প্রতীক জয়ী হবে।

দলীয় সূত্র জানায়, মহেশখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে বড় মহেশখালীতে আকতার কামাল, ছোট মহেশখালীতে নুরুল হুদা, ধলঘাটায় সরওয়ার আলম শাহীন, মাতারবাড়িতে নাছির উদ্দিন মোহাম্মদ বাবর চৌধুরী, কুতুবজুমে মো. খোরশেদ, হোয়ানকে এনামুল করিম ও কালারমারছড়ায় মো. এখলাছকে একক প্রার্থী করা হয়েছে।

কুতুবদিয়া উপজেলার ৬টি ইউপিতে আলী আকবর ডেইল ইউনিয়নে এবার ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী। বড়খোপ ইউপির বেলায় এবারও বিএনপি আস্থা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের ওপর। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের নেতৃত্ব নিতে বিএনপির পক্ষ থেকে লড়বেন উপজেলা বিএনপির নেতা জালাল আহমদ। লেমশিখালীর জন্য বেছে নেওয়া হয়েছে নতুন মুখ আকতার হোসেনকে (চশমা আকতার)। দক্ষিণ ধুরুংয়ের ধানের শীষের পক্ষে মাঠ মাতাবেন ছৈয়দ আহমদ। আর উত্তর ধুরুংয়ে দলের হাল ধরবেন নেজাম উদ্দিন মেম্বার।

এছাড়া টেকনাফ সদরে বিএনপির প্রার্থী জিয়াউর রহমান, সাবরাংয়ে সুলতান আহমেদ মেম্বার, হ্নীলায় উপজেলা বিএনপির আহবায়ক জাফর আহমেদ মেম্বার, হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি জুনায়েদ আলী চৌধুরী ও বাহারছড়ায় মো. সেকান্দর মিয়া। এছাড়া সেন্টমার্টিনে ধানের শীষ প্রতীক পাচ্ছেন মৌলভী আব্দুর রহমান।

এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বাংলানিউজকে জানান, জেলার ১৯টি ইউপিতেই একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এবার হাই কমান্ডের নির্দেশনা পেলে প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।